খােলা বাজার২৪।। সোমবার, ৩ এপ্রিল ২০১৭: বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের বার বর্ষে পদার্পন উপলক্ষে বাংলাভিশন ইউরোপ দর্শক ফোরামের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় গত শনিবার রাজধানী শহর প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বাংলাভিশন ইউরোপ প্রতিনিধি ও ফ্রান্স বাংলা প্রেসক্লাবের আহ্বায়ক ফয়সাল আহাম্মেদ দ্বীপের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ , বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি ব্যাক্তিত্ব মিজান চৌধুরী মিন্টু, ফ্রান্স ইয়ুথ ক্লাবের সভাপতি শরীফ আল মমিন, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারন সম্পাদক শুভ্রত ভট্টাচার্য্য শুভ, এটিএন বাংলা-এটি এন নিউজ ফ্রান্স প্রতিনিধ ও ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য দেবেশ বড়ুয়া, প্রবাসে বাংলার সম্পাদক ও ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য অধ্যাপক অপু আলম, ফ্লীম পরিচালক স্বপন আহমেদ, ফ্রান্স বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম সরকার, সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি শিল্পি গোষ্ঠীর সভাপতি এমদাদুল হক স্বপন, যুব ইউনিয়ন ফ্রান্স সংসদ এর সহসভাপতি আবু হাসান, চিত্রশিল্পি মুহিত আহমেদ, ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য দেলোয়ার সেলিম, এস এ টিভি ফ্রান্স প্রতিনিধি ও ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সদস্য সচিব আব্দুল মালেক হিমু, জয় সিকদার, হাসান হাওলাদার প্রমূখ।
আলোচনায় বক্তারা নিরেপক্ষ ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের জন্য বাংলাভিশনের
প্রশংসা করে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন । তারা প্রবাসীদের ব্যাপারে আরো যত্নবান হতে বাংলাদেশের টিভি চ্যানেল গুলোর প্রতি আহ্বান জানান।