খােলা বাজার২৪।। সোমবার, ৩ এপ্রিল ২০১৭: চুয়াডাঙ্গায় অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে জেলার আলমডাঙ্গা উপজেলার মনোকষা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলার আমলা গ্রামের মৃত সাধু মন্ডলের ছেলে লুৎফর রহমান ও একই উপজেলার মুসাইননগর গ্রামের রেজাউল করিমের ছেলে নাজিম উদ্দীন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই জন চরমপন্থী সংগঠনের সদস্য। রোববার সকালে একটি সিএনজিযোগে তারা কুষ্টিয়া থেকে আলমডাঙ্গায় আসার পথে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে। পরে সিএনজি তল্লাশী করে সিটের নিচে লুকিয়ে রাখা একটি সাটারগান উদ্ধার করা হয়।
দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক প্রেস বিফ্রিং এ পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, চুয়াডাঙ্গাতে অপরাধমূলক কর্মকান্ড চালানোর জন্যই চরমপন্থী দলের ওই দুই ক্যাডার কুষ্টিয়া থেকে আলমডাঙ্গায় আসছিলো।
গ্রেফতারের পর তাদের পুলিশ কাস্টডিতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।