Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খােলা বাজার২৪।। সোমবার, ৩ এপ্রিল ২০১৭: ৫ এপ্রিল মাঠে গড়াবে আইপিএলের দশম আসর। এবারও সানরাইজার্স হায়দরাবাদেই আছেন মুস্তাফিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তিপত্র পাওয়ার অপেক্ষায় আছেন কাটার মাস্টার। তার উপর বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। ৬ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচ খেলার আগে ছাড়পত্র পেলে ৭ এপ্রিল সানরাইজার্স শিবিরে যোগ দিবেন মুস্তাফিজুর রহমান। হিন্দুস্থান টাইমসকে এমনটাই জানিয়েছেন হায়দরাবাদের কোচ টম মুডি।
তিনি বলেন, ‘এখনো আমরা প্রত্যাশা করছি যে সে আমাদের হয়ে খেলতে আসবে। যদিও এখনো আমরা কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাইনি। তবে আশা করছি ৭ এপ্রিলের মধ্যে আমরা তাকে দলে পাব। যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে ভিন্ন কিছু শুনতে না হয়। তবে আমরা তাকে পাওয়ার আশা ছাড়ছি না।’

আইপিএলের উদ্বোধনী দিনে সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। এই ম্যাচে অবশ্য মুস্তাফিজ খেলতে পারছেন না।
শিরোপা অক্ষুন্ন রাখার কোনো চাপ রয়েছে কিনা জানতে চাইলে মুডি বলেন, ‘আমার জন্য এটা আরেকটি নতুন অধ্যয়। আসলে নতুন বই। সুতরাং গেল বছরের কোনো বিষয় নিয়ে আমি উদ্বিগ্ন নই।’ ডেভিড ওয়ার্নারের ইনজুরির বিষয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছে। ওয়ার্নারের ইনজুরির বিষয়টি উড়িয়ে দিয়ে মুডি বলেন, ‘ওয়ার্নার শতভাগ ফিট রয়েছে। অস্ট্রেলিয়ায় বর্তমানে সে তার পরিবারের সঙ্গে ভালো সময় কাটাচ্ছে। শিগগিরই সে দলে যোগ দিবে।