Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খােলা বাজার২৪।। সোমবার, ৩ এপ্রিল ২০১৭: ফের রাফায়েল নাদালকে হারালেন রজার ফেদেরার। জিতলেন মিয়ামি ওপেনের শিরোপা। ২০১৭ সালটা যেন ফেদেরারের পূনর্জন্মের। গত বছরের অর্ধেকটা চলে যায় ইনজুরির পেটে। সুস্থ হয়ে ফেরেন এ বছরের শুরুকে অস্ট্রেলিয়ান ওপেনে। ফিরেই বাজিমাৎ করেন।
ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে হারিয়ে ক্যারিয়ারের ১৮তম গ্রান্ড সøাম শিরোপা জেতেন ৩৫ বছর বয়সী ফেদেরার। এরপর সপ্তাহ খানেক আগে জেতেন ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা। ওই টুর্নামেন্টের শেষ ষোলোয় নাদালকে হারান সরাসরি সেটে ৬-২, ৬-৩ গেমে। নাদালের বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখলেন মিয়ামি ওপেনেও। শিরোপার লড়াইয়ে স্পানিয়ার্ড এ তারকাকে এবারও সরাসরি সেটে ৬-৩, ৬-৪ গেমে হারালেন। এতে ১০ বছর পর মিয়ামি ওপের শিরোপা উদ্ধার করলেন ফেদেরার।

এর আগে সর্বশেষ তিনি এখানে শিরোপা জেতেন ২০০৫ ও ২০০৬ সালে টানা দুই বছর। এই নিয়ে ফেদেরার মিয়ামিতে জিতলেন তৃতীয় শিরোপা। চলতি বছরে তিন মাসে এ সুইস তারকা জিতলেন তিন শিরোপা। ফ্রেঞ্চ ওপেনের আগে দুর্দান্ত গতিতে ছুটে চলেছেন তিনি। চলতি মৌসুমে ১৯ ম্যাচে মাত্র এক হার দেখেছেন ফেদেরার। এক মৌসুমে তার সেরা শুরু ছিল ২০০৬ সালে। সেবার শুরুতে ৩৪ ম্যাচে মাত্র ১ হার দেখেন। ১১ বছর পর নিজের সেই রেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছেন ফেদেরার।
অন্যদিকে টেনিস বিশ্বের সবচেয়ে ধ্রুপদি লড়াইয়ে নাদালের বিপক্ষে ফেদেরারের এমন বিধ্বংসী আগে কখনো দেখা যায় নি। ৩৭ বারের মখোমুখিতে এটি ফেদেরারের ১৪তম জয়। বিপরীতে নাদালেন জয় ২৩। এর আগে ফেদেরারের বিপক্ষে নাদালের সর্বোচ্চ টানা ৫ ম্যাচ জয়ের রেকর্ড আছে। অন্যদিকে মাত্র একবার টানা দুই ম্যাচ জেতেন ফেদেরার। কিন্তু তিনি এই নিয়ে সর্বশেষ টানা চার ম্যাচে নাদালকে হারালেন।