খােলা বাজার২৪।। সোমবার, ৩ এপ্রিল ২০১৭: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মানবকল্যান পরিষদের উদ্যোগে ত্রৈ-মাসিক সংলাভ সভা কর্তৃপক্ষ দায়সারাভাবে পালন করেছে বলে অভিযোগ উঠেছে। ৩এপ্রিল সোমবার দুপুরে উপজেলা হলরুমে কৃষিসংক্রান্ত বিষয়নিয়ের উপর আলোচনা করা হয়।
সভায় উপজেলা কমিটির সহসভাপতি মনিরা রশিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম ও উপসহকারী কৃষিকর্মকর্তা সাদেকুল ইসলাম ও সমন্বয়কারী মুঞ্জুরুল তারিক’র, প্রমূখ। সঞ্চালনায় ছিলেন শিরিন সুলতানা। বক্তব্যারা বলেন মাঠপর্যায় তাদের কোন কার্যক্রম দেখা যায়না। শুধু কৃষি অফিসের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে নিয়ে দায়সারাভাবে সংলাভের আয়োজন করা হযেছে।