Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

58খােলা বাজার২৪।। সোমবার, ৩ এপ্রিল ২০১৭: রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে মেট্রো ট্রেনে বিস্ফোরণে অন্তত দশজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ৪৭ জন।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শহরের মাঝামাঝি অংশে সেনায়া প্লোশাড ও টেকনোলজিশেস্কি ইনস্টিটিউট স্টেশনের মাঝামাঝি অংশে স্থানীয় সময় বেলা ২টা ৪০ মিনিটে ট্রেনের একটি বগিতে বিস্ফোরণের ওই ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো প্রাথমিকভাবে দুটি স্টেশনে জোড়া বিস্ফোরণের খবর দিলেও পরে স্থানীয় কর্মকর্তারা বিস্ফোরণের ঘটনা একটি বলে নিশ্চিত করেন।
বিস্ফোরণের ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি সেনায়া প্লোশাড স্টেশনের দিকে ছুটতে দেখা যায়। মাথার ওপর উড়তে দেখা যায় একটি হেলিকপ্টার।
ফেইসবুক ও টুইটারে আসা ছবি ও ভিডিওতে দেখা যায়, ট্রেনের এক বগির দড়জা বিস্ফোরণে উড়ে গেছে। আশপাশে ছড়িয়ে আছে রক্তাক্ত দেহ। সহযাত্রীরা আহতদের শুশ্রূষা করার চেষ্টা করছেন। বাকিরা ধোঁয়ার মধ্যে আতঙ্কে চিৎকার করতে করতে প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার চেষ্টায় ছুটছেন।
রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, বিস্ফোণের কারণ ছিল একটি বোমা, যা থেকে শার্পনেল ছড়িয়ে পড়ে।
এ ঘটনার পেছনে কারা থাকতে পারে- সে বিষয়ে সম্ভাব্য সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সন্ত্রাসবাদের বিষয়টিও সন্দেহের তালিকা থেকে বাদ পড়ছে না।
বেলারুশের নেতা আলেক্সান্দর লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের জন্য পুতিন নিজেও সোমবার সকালে সেন্ট পিটার্সবুর্গে ছিলেন।
এদিকে বিস্ফোরণের ঘটনার পর সেন্ট পিটার্সবুর্গের সব মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। মস্কো মেট্রো জানিয়েছেন, তারা স্টেশনগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে।
এক সময় বিচ্ছিন্নতাবাদী চেচেন যোদ্ধারা রাশিয়ায় বেশ কয়েকটি বড় ধরনের হামলা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে সিরিয়ায় রুশ বাহিনীর অভিযানের পর আইএস এর পক্ষ থেকেও বিভিন্ন সময়ে রাশিয়ায় হামলার হুমকি দেওয়া হয়েছে।
২০১০ সালে মস্কোর একটি মেট্রো ট্রেনে আত্মঘাতী দুই নারী জঙ্গি বোমা বিস্ফোরণ ঘটালে অন্তত ৩৮ জন নিহত হন।
তার আগে ২০০৪ সালে চেচেন জঙ্গিরা একটি স্কুলে জিম্মি সঙ্কট তৈরি করলে পুলিশের অভিযান শেষে ৩৩০ জনের লাশ উদ্ধার করা হয়, যাদের অর্ধেকই ছিল শিশু।
এর দুই বছর আগে মস্কোর একটি থিয়েটার হলে দর্শকদের জিম্মি করে সন্ত্রাসীরা; ওই ঘটনায় নিহত হন ১২০ জন।