খােলা বাজার২৪।। বুধবার, ৫ এপ্রিল ২০১৭: নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোগে এ ভূমি সপ্তাহের আয়োজন করা হয়।
বুধবার (০৫ এপ্রিল) সকাল ১০ টায় অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের কানুনগো ফখরুল ইসলাম, অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের সচিব আবদুল কাইয়ুম, হায়দার মিয়ার হাট ভূমি অফিসের ভূমি অফিসার মো.ফিরোজ আলম, অশ্বদিয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী অফিসার হুমায়ুন কবির, মৃর্ধারহাট ভুমি অফিসের সহকারী অফিসার আবদুল হাই, ইউপি সদস্য তাজুল ইসলাম স্বপন।
ভূমি সেবা সপ্তাহের র্যালী ও আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের সদস্য, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ভূমি সেবা গ্রহিতাগণ উপস্থিত ছিলেন।