Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24খােলা বাজার২৪।। বুধবার, ৫ এপ্রিল ২০১৭: অবশেষে অনেক জল্পনা কল্পনার পর ভারত ও বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যাবস্থায় খুলে যাচ্ছে আরো একটি নুতুন দোয়ার-খুলনা-বেনাপোল-কলকাতার মধ্যে ৮ই এপ্রিল শুরু হচ্ছে যাত্রীবাহী ট্রেন চলাচল। দীর্ঘদিন পর পূরন হচ্ছে দক্ষিন-পশ্চিমাঞ্চলের মানুষের দাবী। বেনাপোল রেল ষ্টেশন এলাকায় ইমিগ্রেশন-কাস্টমস অফিস সহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ট্রেন চালানোর জন্য দুই দেশে পরিকাঠামো নির্মাণসহ আনুষাঙ্গিক সব প্রস্তুতিও এখন শেষের পথে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন দ্বার উন্মোচন করবেন রেল মন্ত্রী বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা আব্দুস সালাম। এর ফলে কমবে সময় বাচবে খরচ এসবেই খুশি যাত্রীরা সহ বেনাপোলবাসি।
রেল যাত্রীরা বলেন,আনন্দ দায়ক ভ্রমন রেল । থাকেনা কোন জটের ঝামেলা। কম ভাড়া। সময় ু সযোগ থাকে বেশী। ফলে ভারত বাংলাদেশের মধ্যে বেনাপোল দিয়ে রেল চলবে এতেই মহা খুশি তারা। এর ফলে সরকারের বাড়বে রাজস্ব আয়। যাত্রী সেবাও বাড়বে বলে জানান তারা।
স্থানীয় ওহিদুল ইসলাম ও সুকুমার দেবনাথ বলেন বলেন-বেনাপোল দিয়ে দু দেশের মধ্যে ট্রেন চলাচল শুরু হলে-কমবে সময় ও দুর্ভোগ-বাচবে খরচ লাঘন হবে কষ্ট-এতেই মহা খুশি তারা। দু দেশের মধ্যে সোহার্দ ও সম্প্রতি আরো বাড়বে বলে আশা করেন তারা।
বেনাপোল দিয়ে খুলনা ও কলিকাতার মধ্যে রেল চলাচলে রযেছে নানান সুযোগ সুবিধা-কাষ্টম ইমিগ্রেশন,বিজিবি,রেল পুলিশ আনসার সহ বিভিন্ন নিরাপত্তা ব্যাবস্থা। স্বাধীনতা পরবর্তীতে বেনাপোল বাসির দীর্ঘদিনের দাবী পূরন হওয়ায় মহা খুশি এলাকার মানুষ। খুলনা থেকে কলকাতার উদ্দেশে আনুষ্ঠানিক যাত্রা করবে ট্রেনটি। পরে ওই ট্রেনটিই ফিরবে কলকাতা থেকে।
বেনাপোল রেলষ্টেশন মাস্টার মহাসিন আলী ও সাইদুজ্জামান বলেন,বাংলাদেশ রেলওয়ের নিয়ন্ত্রানাধীন ,খুলনা স্টেশন থেকে যাত্রীরা ট্রেনে চড়ে বেনাপোল পৌঁছাবেন। পরে বেনাপোল রেলস্টেশনে ইমিগ্রেশন ও কাস্টমসের বুথে যাত্রীদের পাসপোর্ট ও ব্যাগেজ তল্লাশির আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভারতের পেট্রাপোল হয়ে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি। এতে করে যাত্রীরা পাবে নানান সুযোগ। সেবা বাড়াতে তৎপর আছেন রেল কর্মকর্তারা।
বেনাপোলের বিশিষ্ট ব্যাবসায়ি আলী কদর সাগর বলেন বেনাপোল দিয়ে প্রতিদিন কমপক্ষে ২টি করে রেল চলাচল করলে পাসপোর্ট যাত্রী চিকিৎসা চাকুরী,ব্যাবসা ও ভ্রমন পিপাসু মানুষের উপকারে আসবে। বাড়বে ট্রেন এর কদর। সৃষ্টি হবে নব দ্বিগন্তের। দুটি করে রেল চলার দাবী করেন বেনাপোল বাসি।