খােলা বাজার২৪।। বুধবার, ৫ এপ্রিল ২০১৭: তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মাঠে লড়াই করবে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তবে সেখানে না থেকেও থাকবে বাংলাদেশ। আসন্ন সিরিজে র্যাঙ্কিংয়ে উন্নতিকে চোখ করেই মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। অন্যদিকে দুই দলের মধ্যকার সিরিজ শেষে পাকিস্তানের নিচে নেমে যাওয়ার শঙ্কা রয়েছে বাংলাদেশের।
র্যাঙ্কিং নিয়ে মাথাব্যথার এত কারণ হলো- ২০১৯ বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ড ও র্যাঙ্কিংয়ের অন্য সাত শীর্ষ দল সরাসরি অংশ নেবে। এর জন্য চলতি বছরের ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। দশ দলের টুর্নামেন্টের বাকি দুটি দল বাছাইপর্বের বাধা পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে। র্যাঙ্কিংয়ের যেই অবস্থা তাতে করে মনে হচ্ছে- বাংলাদেশ, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্য হতে দুটি দেশ সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। অন্য একটিকে খেলতে হবে বাছাইপর্ব।
বুধবার আইসিসি প্রকাশিত সর্বশেষ আপডেট অনুযায়ী, ১৯৭৫ ও ১৯৭৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ আপাতত ৮৪ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে রয়েছে। পাঁচ পয়েন্ট এগিয়ে থেকে ৮ নম্বরে রয়েছে পাকিস্তান। অন্যদিকে সম্প্রতি শ্রীলঙ্কার সঙ্গে তিন ম্যাচ সিরিজ ১-১ এ ড্র করা বাংলাদেশ ৯২ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ১৫-১৩ ব্যবধানে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জয় পেলে তাদের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৮৭-তে। অন্যদিকে পাকিস্তানের পয়েন্ট কমে ৮৭-নে নেমে যাবে। কিন্তু ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে আট নম্বরে উঠে আসবে ক্যারিবিয়ানরা।
অন্যদিকে পাকিস্তান যদি ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারাতে পারে তবে তাদের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৯২-এ। সেক্ষেত্রে ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়নরা সমান পয়েন্ট হওয়া সত্ত্বেও বাংলাদেশের চেয়ে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থেকে সাত নম্বরে ওঠে আসবে।
ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে জয় পেলে র্যাঙ্কিংয়ের ৯ নম্বরেই থাকবে তারা। তবে পাকিস্তানের সঙ্গে পয়েন্ট ব্যবধান তিনে নেমে আসবে। অন্যদিকে পাকিস্তান যদি ২-১ ব্যবধানে জয় পায় তবে সরফরাজ আহমেদের দলের পয়েন্ট বেড়ে ৯০-তে উন্নীত হবে। সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে পয়েন্ট ব্যবধানে কমে দুইয়ে নেমে আসবে পাকিস্তানের।