খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭: পঞ্চগড় সিআইডি ক্যাম্প অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (সিআইডি) শেখ হিমায়েত হোসেন আনুষ্ঠানিকভাবে এ ভবনের উদ্বোধন করেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় পুলিশ সুপার মোঃ গিয়াসউদ্দীন আহমদ এর সভাপতিত্ব অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর। এসময় সভায় অন্যান্যের মধ্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম আজম, জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত, পঞ্চগড় চেম্বারের সভাপতি আশরাফুল আলম পাটোয়ার, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ আর রহমান মুকুল,জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল প্রমুখ বক্তব্য রাখেন। গণপূর্ত অধিদপ্তর ৪৯ লাখ টাকা ব্যয়ে ৯ কক্ষ বিশিষ্ট এই অফিস ভবন নির্মাণ করে।