খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭: গতকাল রাত আনুমানিক ৩.৩০টায় তারাগঞ্জ উপজেলাধীন হারিয়াল কুঠি ইউ.পির মেনা নগর বালাপাড়া গ্রামের মফিজলের বাড়ীতে গোয়ালঘড়ে কয়েলের আগুন থেকে এই অগ্নীকান্ড ঘটে।
তাৎক্ষনিক এলাকাবাসী আগুন নেভার চেষ্টা করে এবং তারাগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস বাহিনীর একটি ইউনিট দুইটি গাড়ী সহ গিয়ে দীর্ঘ সময় চেষ্টা করার পর রাত ৪.৩০টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।
উক্ত অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্থ ৯টি পরিবারের ১৫টি ঘর,২টি গরু,৫টি ছাগল,১টি শ্যাল মেসিন,১টি বাই সাইকেল সহ আনুমানিক ২লক্ষ টাকার আবদী ফসল ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ পরিবার গুলো হচ্ছে ১।মোঃমফিজল ২। মোঃমোকসুদার ৩।মোঃনাজমুল ৪।মোঃএনামুল ৫।মোঃসেরাজুল ৬।মোঃরাশেদুল ৭।মোঃএজাজুল ৮।মোঃমমিনুর ৯।মোঃজাহেদুল ইসলামের ব্যাপক ক্ষতি এবং আসে পাশের কিছু পরিবার আংশিক ক্ষতিগ্রস্থ হয়।
অগ্নীকান্ডের ঘটনা জানার সাথে সাথে উপজেলার চেয়ারম্যান আনিছুর রহমান লিটন ঘটনাস্থলে জান এবং পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থের মাঝে নিজ উদ্যোগে প্রতেক্য পরিবারকে ৫০০০/-করে টাকা প্রদান করেন সেই সাথে সরকারি সহায়তা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।