খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭: জামালপুর জেলার ইসলামপুর নোয়ারপাড়া উলিয়াবাজার এলাকায় বিভিন্ন স্পটে যমুনা নদীর বালু মহাল থেকে ভটভটি, ট্রাক্টর দিয়ে, নদীতে ড্রেজার ও মেশিন বসিয়ে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে। বিষয়টি যেন দেখার কেউ নেই।
জানা যায়, যমুনা নদীর বামতীর ভাঙন ঠেকাতে জামালপুর জেলার বাহাদুরাবাদ ঘাট হতে ফুটানী বাজার পর্যন্ত ও ইসলামপুর উপজেলার হরিণধরা হতে হাড়গিলা পর্যন্ত তীর সংরক্ষণ প্রকল্পের কাজ চলছে। এ প্রকল্পের উপর দিয়ে লিগ তৈরী করে ইসলামপুর উপজেলার উলিয়া বাজার এলাকা স্থানীয় একটি বালু দস্যু চক্র অবৈধ ভাবে যমুনায় জেগে উঠা চর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে। এতে আগামী বর্ষা মৌসুমে পাইলিং ধস নেমে উলিয়াবাজারসহ বিস্তির্ণ এলাকা ভাঙনের হুমকির মুখে পড়বে বলে মনে করছে এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা গেছে, এ বালু দস্যু চক্রের সাথে জড়িত রয়েছে, উলিয়া বৌশের গড়ের রুহুল, উলিয়ার কোরবান, চিনাডুলীর লতিফ মাস্টার ও সাইদুল মাস্টারসহ একটি বালু দস্যু চক্র। এ ব্যাপারে এলাকাবাসী ও সচেতন মহল যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।