Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭: 44বেনাপোল ঘিবা গ্রামে কৃমিনাশক টেবলেট খেয়ে রিয়া(১২)নামে পঞ্চম শ্রেনীর ছাত্রীর মৃত্যু হয়েছে। শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ পুরো এলাকায়। নিহত রিয়া ঘিবা গ্রামের আবু বক্কারের মেয়ে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি উপ কমিউনিটি অফিসার-আব্দল মুজিদ ও ডা: মামুনুর রহমান জানান,ঘিবা সরকারি প্রাইমারী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রবিবার সকালে কৃমি নাশক টেবলেট খাওয়ানো হয়। বুধবার বিকালে পেটে ব্যাথা ও বমি শুরু হয় রিয়ার। বৃহস্পতিবার সকালে বেনাপোলে আনা হয় তাকে। বেনাপোল আল আমিন ফাম্মেসীতে রিয়াকে চিকিৎসা দেন ডা: আব্দুল মুজিদ। দুপুর তিনটার দিকে মৃত্যু হয় তার। এর সত্যতা স্বিকার করেন ডা: আব্দুল মুজিদ ও আল মামুন। তবে ক্যামেরার সামনে আসতে রাজি হননি আব্দুল মুজিদ।
এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি সফিয়ুর রহমান ও প্রধান শিক্ষক-কামরুজামান বলেন-কৃমি নাশক খেয়ে রিয়া অসুস্থ্য হয়। এতেই মৃত্যু হয় তার। এর ফলে শিক্ষার্থীরা সহ এলাকাবাসির মনে শোক ও ক্ষোভের দানা বেধেছে। কৃমি নাশক উৎপাদনকারী প্রতিষ্টানের বিরুদ্ধে তদন্তমূলক ব্যাবস্থা গ্রহনের দাবা জানান তারা।
ঘিবা কমিউনিটি ক্লিনিক-ইনচার্জ আল মামুন-বলেন,স্কুলের সব শিক্ষার্থীকে খাওয়ানা হয় কৃমি নাশক। রিয়া অসুস্থ্য হয়ে পড়লে বেনাপোলে পাঠাানো হয় তার। বৃহস্পতিবার মৃত্যু হয় রিয়ার। নিহতের বাবা আবু বক্কার ও প্রতিবেশী আজগর আলী বলেন এভাবে সন্তানের মৃত্যু কেহ মেনে নিতে পারেনা। সরকারের সৃদৃষ্টি কামনা করেন তারা।
শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম জানান,বিষয়টি শুনেছি। স্কুলের শিক্ষক ও রিয়ার পরিবারের সাথে কথা বলে প্রকৃত ঘটনাটি জানানো যাবে।।