খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭: গাজীপুরের টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শালিক চুড়া এলাকায় ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ফুটপাতে উঠে পড়ে একটি যাত্রীবাহী বাস। এসময় রিক্সাচালকসহ ১৬ পথচারী গুরুতর আহত হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় এ দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারী হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ঢাকাগামী বলাকা পরিবহন ও ভিআইপি ২৭ পরিবহনের দুটি বাস হুরোহুরি করে ওভারটেক করার সময় নিয়ন্ত্রন হারিয়ে ভিআইপি ২৭ পরিবহনটি (ঢাকা মেট্রো-জ ১১-২৫৬০) গাজীপুরা এলাকায় আলম সিএনজি পাম্পের সামনের বিদ্যুতের খুটি ভেঙ্গে ফুটপাতে উঠে যায়। এসময় গাড়িতে থাকা যাত্রী ও রিক্সা চালকসহ প্রায় ১৬ জন পথচারী আহত হয়। দূর্ঘটনার পরপর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতাল ও আশ-পাশের প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে এক নারী ও রিক্সাচালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
উল্লেখ্য, গাজীপুরের টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আশঙ্কাজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা। এ বছরের শুরু থেকে চলতি এপ্রিল পর্যন্ত এই মহাসড়কে ছোট-বড় মিলিয়ে সড়ক দূর্ঘটনা ঘটেছে প্রায় অর্ধ শতাধিক। এসব দূর্ঘটনায় আহত হয়েছেন অন্তত দুই শতাধিক মানুষ।