Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

52খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭: জেসিকা চাকমা, রাঙ্গামাটি : পাহাড়িদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বিজু উপলক্ষে রাঙ্গামাটিতে শুরু হয়েছে তিনদিনব্যাপী সংস্কৃতি উৎসব। বৃহস্পতিবার বিকাল ৪টায় শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করার মধ্য দিয়ে উৎসবটির সূচনা ঘটে। শোভাযাত্রাটি রাঙ্গামাটি সরকারি কলেজ প্রাঙ্গণ হতে বের করে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী ইন্সটিটিউট প্রাঙ্গণ গিয়ে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইন্সটিটিটের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী উৎসবে ইন্সটিটিউট প্রাঙ্গণে বসানো হয়েছে মেলা। মেলায় বসানো হয়েছে পাহাড়িদের নিজস্ব সংস্কৃতির পোশাক, অলংকার, খাবারসহ বিভিন্ন ব্যবহার্য্য সামগ্রির প্রদশনী ও বিক্রয় স্টল। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মঞ্চ নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। এছাড়া রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক, জেলা পরিষদ সদস্য মো. মুছা মাতব্বর, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজা প্রমুখ বিশেষ অতিথির বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন, রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী ইন্সটিটিউটের পরিচালক রুনেল চাকমা।
উল্লেখ্য, চৈত্রসংক্রান্তির বাংলাবর্ষ বিদায় এবং বরণ উপলক্ষে পাহাড়িদের তিনদিনব্যাপী এ ঐতিহ্যবাহী উৎসবটি পালিত হবে ২৯-৩০ চৈত্র ও পহেলা বৈশাখ। প্রতিবছর উৎসবটিকে চাকমারা বিজু, মারমারা সাংগ্রাইং, ত্রিপুরারা বৈসুক, তঞ্চঙ্গ্যারা বিষু, রাখাইনরা চাংক্রান ও অহমিয়া জাতিগোষ্ঠীরা বিহু নামে পালন করে থাকে।