খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭: বাগেরহাট – ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আঃ খালেক বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের উদ্যেশ্যই ছিল ক্ষুধা, দারিদ্রমূক্ত ও শোষনহীন সমাজ গড়ে তোলা। বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষেই সরকার ব্যাপক দারিদ্র বিমোচন কর্মসূচী হাতে নিয়েছে। তবে এ কাজে সফলতার জন্য সরাকারের সকল বিভাগ ও জনপ্রতিনিধিদের স্বচ্ছতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা প্রয়োজন। কঠোর নির্দেশনা থাকা সত্বেও বয়স্ক,বিধাবা ভাতা, ভিজিএফ এর মত সরকারী দুস্থ সহায়তা মূলক সুবিধা গুলো চরম হত দরিদ্রদের মাঝে অগ্রাধিকারের ভিত্তিতে বন্টনে ব্যর্থতার ব্যাপরে তিনি স্থানীয় সরকার সদস্যদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ব্যাপারে কোন ধরনের শিথিলতা বরদাশত করা হবেনা। বৃহস্পতিবার বেলা ২ টায় রামপাল উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে রামপাল উপজেলাকে ভিক্ষুক মুক্ত উপজেলা হিসেবে ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত ভিক্ষুকদের কর্মসংস্থানের লক্ষ্যে সহায়তা বিতরণী সভায় স্বাগত বক্তব্য রাখেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল। আরো বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, জেলা পরিষদ সদস্য অতিন্দ্র নাথ হালদার দুলাল,সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আঃ জলিল,রাপাল থানার ওসি মোঃ বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শেখ আ: ওহাব, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী গিয়াস উদ্দীন, ভিক্ষক হালিমা বেগম, মোঃ হাকিম শেখ প্রমুখ। অনুষ্ঠানে ভিক্ষুকরা আর ভিক্ষা করবেন না বলে অঙ্গিকার করেন। অনুষ্ঠান শেষে ১২৮ জন ভিক্ষুককে নগদ টাকাসহ নানা ধরনের উপকরন সহায়তা প্রদান করা হয়।