খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭: মাশরাফি বিন মর্তুজাকে টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক পদে ফিরিয়ে আনার দাবিতে বৃহস্পতিবার নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বেলা সাড়ে ১১ টায় শহরের রুপগঞ্জ প্রজন্ম চত্বরে ক্রীকেটপ্রেমী নড়াইলবাসী ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। অপরদিকে একই দাবীতে নড়াইল পৌরভবনের সামনে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, ব্যাবসায়ী আসলাম খান লুলু, গিয়াস উদ্দিন খান ডালু, নিমায় চন্দ্র পাল, ক্রিড়াবিদ আব্দুর রশিদ মন্নু, নড়াইল জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশরাফুজ্জামান মুকুল প্রমূখ। এ সময় বক্তারা, টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক পদে নড়াইল এক্সপ্রেস মাশরাফিকে ফিরিয়ে আনার জোর দাবি জানান।