খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭: নীলফমারীর ডিমলা উপজেলায় বৃহ¯প্রতিবার বেলা ১২টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মাহবুব বি,এস,ডি ডিমলা উপজেলা শাখা কমিটির আয়োজনে তিস্তা সহ অভিন্ন ৫৪ টি নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, জঙ্গীবাদ দমনের দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে একটি মিছিল পুরো শহর প্রদক্ষিন শেষে ডিমলা কেন্দ্রিয় স্মৃতি অ¤¬ান চত্তোরে এক পথসভায় মিলিত হয়। এতে উপজেলা বাসদ (মাহবুব) বি.এস.ডি যুগ্ন আহবায়ক বাবু অজয় কুমার সিংহ রায়ের সভাপতিত্বে পথ সভায় বক্তিতা করেন বাংলাদেশের সমাজ তান্ত্রিক দল বাসদ (মাহবুব) ডিমলা উপজেলা আহবায়ক ডাঃ সৈয়দ লিটন মিয়া তালুকদার। এতে উপস্থিত ছিলেন উপজেলা বাসদের সদস্য মোঃ আক্কাস আলী, আব্বাস আলী, মমতাজ, কৃষক নেতা সওকত আলী, ইউনুস আলী,সুধীর কুমার সেন,হবিবর রহমান হবি, আব্দুল আজিজ সহ বাসদ দলের সকল নেতাকর্মী বৃন্দ।
বক্তারা দাবী জানায়,তিস্তা সহ অভিন্ন ৫৪ টি নদীর পানির ন্যায্য হিস্যা,জঙ্গীবাদ,মৌলবাদ র্নিমূল, রংপুর বিভাগের ৮ টি জেলায় কৃষি শিল্প স্থাপন, পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ,দুর্নীতি বন্ধ,নিয়োগ বানিজ্য,কোচিং বানিজ্য,গ্রেফতার বানিজ্য,বন্ধ করার দাবী করে ডিমলা সহ বাংলাদেশের সকল যুব সমাজের ব্যাপক কর্মসংস্থান নিশ্চিত করে বেকার সমস্যা সমাধান করার দাবী জানান।