Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭: 64টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে বিদায় নিয়েছেন দুই ওপেনার ইমরুল কায়েস ও সৌম্য সরকার। দৃষ্টিনন্দন সব শট খেলে দলীয় ৭১ রানের মাথায় সৌম্যর বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি ইমরুল কায়েসও। ৭৮ রানের মাথায় রান আউট হয়ে বিদায় নেন ইমরুল।

বিদায় নেয়ার আগে ১৭ বলে ৩৪ রান করেন সৌম্য। তার ইনিংসটি চারটি চার ও দুটি ছয়ে সাজানো। ইমরুল বিদায় নেন ৩৬ রানে। তার ২৫ বলের ইনিংসটি সাজিয়েছেন চারটি চার ও একটি ছক্কায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে দুই উইকেট হারিয়ে ১০১ রান। সাব্বির ও সাকিব দুজনই ১২ রানে অপরাজিত আছেন।

জয়ের জন্য মুখিয়ে রয়েছে বাংলাদেশ। সিরিজে সমতা নয় মাশরাফিকে জয় উপহার দিতেই সর্বোচ্চ দিয়ে লড়বে টাইগাররা। গতকাল সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছিলেন তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।

অসুস্থতায় এই ম্যাচে খেলছেন না ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তার পরিবর্তে সৌম্য সরকারের সঙ্গে ওপেন করবেন ইমরুল কায়েস। এছাড়া এই ম্যাচের মাধ্যমেই ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে অভিষেক হলো মেহেদী হাসান মিরাজের।

বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদ উল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাঈফুদ্দিন, মুস্তাফিজুর রহমান।