খােলা বাজার২৪।। শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭: দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। গতকাল শুক্রবার সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বণার্ঢ্য এক র্যালী বের হয়। র্যালীটি ফুলবাড়ী শহর প্রদক্ষিন করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স এসে শেষ হয়। সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প.প কর্মকর্তা ডাঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প.প কর্মকর্তা ডাঃ নুরুল ইসলাম,ফুলবাড়ী বেসিক এনজি’র নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার, ফুলবাড়ী আদিবাসী সমিতির সভাপতি চুন্নু টুডু। স্বাস্থ্য দিবস র্যালীতে অংশ নেন স্বাস্থ্য কেন্দ্রের সকল নার্স,কর্মকর্তা কর্মচারী, এনজি’র কর্মকর্তা। স্থানীয় সুধিজন ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাংবাদিকগন । এ বারকার পুতিপাদ্য বিষয় ছিল “আসুন”বিষন্নতা নিয়ে কথা বলি। আয়োজনে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সহযোগিতায় ছিলেন ফুলবাড়ী এডিপি ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ।