খােলা বাজার২৪।। শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭: মুন্সীগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ”আসুন বিষন্নতা নিয়ে কথা বলি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্বাস্থ্য বিভাগ মুন্সীগঞ্জের উদ্যোগে শুক্রবার সকালে শিল্পকলা একাডেমী থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান,প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেনারেল হাসপাতাল এসে র্যালীটি শেষ হয়। পরে হাসপাতালের সভা কক্ষে আলোচনা সভা হয় জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দুকুর রহমানের সভাপত্বিতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রসাশক সায়লা ফারজানা, উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকতা ডা. ভোলানাথ বসাক, জেলা বিএম ও স্বাচিপ সভাপতি ডা. মো: আখতার হোসেন বাপ্পী,সিনিয়ার সহকারী পুলিশ সুপার (ক্রাইম) মুন্সীগঞ্জ আসাদুজ্জামান, সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার এ কে এম কাদের মোল্লা ,আবাসিক মেডিকেলের অফিসার ডা. মো: সাখাওয়াত হোসেন,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ফিরোজ আল মামুন, ক্রীড়া ব্যক্তিত আয়নাল হক স্বপন,মর্ডান ক্লিনিক এর প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম সরকার ,রেনেসা ক্লিনিক এর প্রতিষ্ঠাতা আকাছ আলী, মিজানুর রহমান প্রমূখ।