খােলা বাজার২৪।। শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭: অস্ত্র ও মাদক ব্যবসায়ী নাজমুল ইসলাম নাজু (৪৫) কে আটক করেছে থানা পুলিশ। আজ দিবাগত গভির রাতে রাজশাহী চারঘাট উপজেলার রাওথা গ্রামরে নবির উদ্দিনের ছেলে নাজমুল ইসলাম নাজু কে বিদেশি তৈরী একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও চার রাউন্ড বুলেটসহ তাকে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
এবিষয়ে ওসি নিবারন চন্দ্র বর্মন জানান, বিগত অনেকদিন ধরে থানা পুলিশ ওই অভিযুক্তকে আটক করার জন্য অভিযান চালিয়ে আসছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। অভিযানের সময় এসঅই মামুন. আমজাদ, স্বপন, জহুরুল এবং এএসঅই আব্দুর রহিম, সাহআলম ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। একই দিনে উপজেলার বিভিন্নস্থান থেকে চার মাদক সেবনকারীকে লিটন আলী, মুরাদ হোসেন, আব্দুল বারি এবং মিজানুর রহমানকে আটক করেছে। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়।