Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
iran_oil1
খােলা বাজার২৪।। শনিবার, ৮ এপ্রিল ২০১৭: ইরানের তেলের অন্যতম প্রধান ক্রেতা ভারত। সম্প্রতি তেল কেনার পরিমাণ কমিয়ে দেয়ার হুমকি দিয়েছিল ভারত। তেল কেনার পর ভারতের তেল শোধনাগারগুলিকে ৯০ দিনের মধ্যে ইরানকে টাকা দিতে হত। এবার এই সময়সীমা কমিয়ে ৬০ দিন করেছে ইরান। খবর কলকাতা টুয়েন্টিফোরের।

এটিকে ভারতের হুমকির বিপক্ষে ইরানের পাল্টা জবাব হিসেবে ভাবা হচ্ছে। তেল পরিবহনে আগে ভারতীয় ক্রেতাদের ৮০ শতাংশ ছাড় দিত ইরান। এখন সেটাও কমে হয়েছে ৬০ শতাংশ।

গ্যাস ক্ষেত্র উন্নয়নে ছাড় না দিলে ইরানের কাছ থেকে তেল কেনা কমিয়ে দেয়ার হুমকি দিয়েছিল ভারত। জবাবে ইরান জানিয়েছিল, তারা এই ব্যাপারে উদ্বিগ্ন নয়।