Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

aaaaaaaaaaaaaaa

খােলা বাজার২৪।। শনিবার, ৮ এপ্রিল ২০১৭:  স্মার্টফোনের দাপটে ফিচার ফোন হারিয়ে যাওয়ার উপক্রম হলেও শেষ পর্যন্ত কিন্তু তা হয়নি। ট্রাচস্ক্রিন বা জিপিএসের মতো উন্নত সুযোগ সুবিধা না থাকলেও সস্তা, সহজে অপারেটযোগ্য এবং গতির কারণে নতুন করে জনপ্রিয় হয়ে উঠছে তথাকথিত এই বোবা ফোনগুলো।

এর প্রমাণ মিললো নকিয়ার ৩৩১০ ফোনটি নতুন করে বাজারে আসার পর। তিন দিনের মধ্যে স্টক শেষ!

তবে অনেক দেশেই এখন ফোরজি নেটওয়ার্ক ব্যবস্থা চালু হচ্ছে। ফলে নকিয়ার ৩৩১০ এর মতো ফিচার ফোনগুলো সেসব দেশে অচল।

এই সমস্যা থেকে উত্তরণে নতুন প্রযুক্তি আনছে মার্কিন চিপ প্রস্তুতকারক কোম্পানি কোয়ালকম। ভারত, লাতিন আমেরিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজার লক্ষ্য করে বিশেষ ধরনের চিপ তৈরি করেছে তারা। ২০৫ কোড নামের চিপটি ফিচার ফোনে ফোরজি নেটওয়ার্ক সুবিধা দেবে।

এই চিপটি এখনই বাজারে পাওয়া যাচ্ছে। তবে এই চিপ বিশিষ্ট ফোন পেতে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত অপেক্ষা করতে হবে।

কোয়ালকম জানিয়েছে, নতুন চিপ বিশিষ্ট ফোনটি তুলনামূলক সস্তাই হবে। বর্তমান টুজি ফিচার ফোন কিনতে গড়ে খরচ পড়ে ১৫ ডলার সেখানে ফোরজি ফোনটির দাম পড়বে ৫০ ডলার মাত্র। তবে উৎপাদকরা চাইলে আরো কমেও বিক্রি করতে পারবেন।