Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ৮ এপ্রিল ২০১৭: 16গাজীপুরের কাপাসিয়ার কৃতি সন্তান অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পুণরায় প্রো ভিসি নিয়োগ হওয়ায় উদীচী কাপাসিয়া শাখা, গণতন্ত্রী পার্টি ও স্থাণীয় একটি অনলাইন পত্রিকা সংবর্ধনা দিয়েছেন। শুক্রবার বিকাল ৫টায় গণতন্ত্রী পার্টি কাপাসিয়ার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উদীচী কাপাসিয়া শাখার সভাপতি অধ্যাপক রবীন্দ্র কুমার বকসী, সাধারণ সম্পাদক নূরুল আমীন সিকদার, সহ সাধারণ সম্পাদক মন্জুরুল হক, গণতন্ত্রী পার্টি কাপাসিয়ার সভাপতি সুশান্ত কুমার দেবনাথ, আঃ আলীম, সাংবাদিক, সমীর বণিক, তপন বিশ্বাস ও আসাদুল্লাহ মাসুম প্রমুখ।
ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেন, আমাকে পুণরায় প্রো ভিসি নিয়োগ করায় মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীসহ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলেই দেশের মাথাপিছু আয় বেড়েছে, পাশ্ববর্তী দেশের তুলনায় মানুষের গড় আয়ু বেড়েছে।