খােলা বাজার২৪।। শনিবার, ৮ এপ্রিল ২০১৭: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৩৮০ বোতল ফেন্সিডিলসহ দুজন ব্যাক্তিকে আটক করেছে নাচোল থানা পুলিশ। আটক কৃতরা হলো বি.বাড়িয়া জেলার আখাউড়া উপজেলার কানপাড়া গ্রামের ইউনুছ আলীর ছেলে কাইমত আলী(৩৫) এবং মুন্সিগঞ্জ জেলা ও থানার বিক্রমপুরের দিল মোহাম্মাদের ছেলে শাহাদাৎ হোসেন (২৫)। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাছির উদ্দিন জানান, শনিবার ভোর ৫টায় নাচোল উপজেলার ধানসুরা মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিত্বে নাচোল থানা পুলিশ একটি নাম্বার বিহীন পিকআপ এ-থাকা ৩’শ ৮০ বোতল ফেন্সিডিলসহ দু’জনকে আটক করে। এ ব্যাপারে নাচোল থানায় একটি মামলা দ্বায়ের হয়েছে বলে জানান।