Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ৮ এপ্রিল ২০১৭:32দিনাজপুরের ফুলবাড়ীতে বহুজাতিক কোম্পানী এশিয়া এনার্জির দায়েরকৃত মামলায় ফুলবাড়ী রক্ষা আন্দোলন কারী নেতা পৌর মেয়র মুর্তুজা সরকার মানিককে মেয়র পদ থেকে সাময়িক বহিষ্কার করার প্রতিবাদে আন্দোলনে নেমেছে ফুলবাড়ী পৌরবাসী।
আন্দোলন কর্মসুচির অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় স্থানীয় নিমতলা মোড়ে দিনাজপুর-ঢাকা মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছে অরাজনৈতিক সম্মিলিত পেশাজীবি সংগঠনের উদ্দ্যোগে। মানববন্ধন শেষে আগামী ১৩ই এপ্রিলের মধ্যে পৌর মেয়রকে মুর্তুজা সরকার মানিককে স্বপদে বহাল করার দাবী জানান। অন্যথায় আরোও কঠোর কর্র্মসুচি পালনে হুশিয়ারী দেন। মানববন্ধন শেষে এই কর্মসুচি ঘোষনা করেন সম্মিলিত পেশাজীবি সংগঠনের সদস্যসচীব সাংবাদিক সহকারী অধ্যাপক শেখ সাবির আলী।
সকাল ১১টায় স্থানীয় নিমতলা মোড়ে দিনাজপুর-ঢাকা মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসুচিতে বিভিন্ন সময়ের হাজারো নারী পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে নিমতলা মোড় থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এসে শেষ হয়। মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবি সংগঠনের সদস্য সচিব সাংবাদিক শেখ সাবির আলী, ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সরকার, দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি ও পৌর কাউন্সিলর গোলাফ্ফর হোসেন, স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মানিক মন্ডল।
উল্লেখ্য, ফুলবাড়ী কয়লাখনি উন্মুক্ত পদ্ধতিতে বাস্তবায়নের প্রস্তাবকারী বহুজাতিক কোম্পানী এশিয়া এনার্জির প্রধান গ্যারিলাই গত ২০১৪ সালের ২৯শে অক্টোবর স্থানীয় প্রশাসনকে না জানিয়ে ফুলবাড়ীতে এসে গোপন বৈঠক করার সময় ফুলবাড়ী খনিবিরোধী আন্দোলন কারীদের রোষানলে পড়ে। এই ঘটনায় এশিয়া এনার্জির মাঠ কর্মকর্তা সাইদুর রহমান বাদী হয়ে ফুলবাড়ী খনিবিরোধী আন্দোলনের অন্যতম নেতা সম্মিলিত পেশাজীবি সংগঠনের আহবায়ক পৌর মেয়র মুর্তুজা সরকার মানিকসহ ১০ জনের নাম উল্লেখ করে ৬০জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। সেই মামলাটি তদন্ত কর্মকর্তা দীর্ঘদিন পর ২০জনকে আসামী একটি অভিযোগপত্র দায়ের করেন। অভিযোগপত্রটি আদালত কর্তৃক গৃহীত হওয়ায় চলতি সনের গত ০৩ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রনালয় পৌর মেয়র মানিক সরকারকে মেয়র পদ থেকে সাময়িক বহিষ্কার করেন। এই ঘটনার পর থেকে ফুলবাড়ীতে বিভিন্ন সংগঠনের ব্যানারে লাগাতার আন্দোলন কর্মসুচি শুরু হয়।