খােলা বাজার২৪।। রবিবার, ৯ এপ্রিল ২০১৭: জেলার জাজিরা উপজেলার কুন্ডেরচর এলাকায় পদ্মা নদীতে বিভিন্ন পণ্যবাহী নৌযানে চাদাঁবাজি করার সময় ৫ চাদাঁবাজকে আটক করেছে শরীয়তপুরের ডিবি পুলিশ। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
ডিবি পুলিশের পরিদর্শক সুব্রত কুমার জানায় , রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে একদল ডিবি পুলিশ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের কলমির চর ইউসুফ বেপারী কান্দি এলাকায় পদ্মা নদীতে বিভিন্ন পণ্যবাহী নৌযানে চাদাঁবাজি করার সময় ৫ চাদাঁবাজকে আটক করেছে শরীয়তপুরের ডিবি পুলিশ ।এ সময় পুলিশ বেশ কিছু টাকা উদ্ধার করে। আটককৃতরা হচ্ছে আঃ সালাম বেপারী পিতা-সোহরাব বেপারী সাং জানখার কান্দি, আঃ মোতালেব সরদার পিতা- সফিজ উদ্দিন সরদার সাং পাচুখার কান্দি, আলতাফ হোসেন খান পিতা- ওমর খা সাং বিলাসপুর সফি কাজির মোড়, রাসেল মোল্যা পিতা-গিয়াস উদ্দিন মোল্যা সাং কুন্ডেরচর খেজুরতলা ও রুবেল সরদার পিতা-আসমত আলী সরদার সাং মেহের আলী মাদবর কান্দি উপজেলা-জাজিরা জেলা শরীয়তপুর। পুলিশ বলছে শরীয়তপুরের কুন্ডেরচর এলাকার পদ্মা নদীতে দীর্ঘ দিন যাবৎ পণ্যবাহী নৌযান থেকে মোটা অংকের চাঁদাবাজি করে আসছিল একটি সংঘবদ্ধ দল। আটকৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। নৌ সমিতির নামে চাদাবাজরা প্রতিটি নৌযান থেকে চাঁদা আদায় করছে । আটককৃত চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ ।
শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন ,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ রোববার সকালে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের কলমির চর ইউসুফ বেপারী কান্দি এলাকায় পদ্মা নদীতে বিভিন্ন পণ্যবাহী নৌযানে চাদাঁবাজি করার সময় ৫ চাদাঁবাজকে আটক করেছে । এদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।