খােলা বাজার২৪।। রবিবার, ৯ এপ্রিল ২০১৭: মাদক কে না বলুন মাদক মুক্ত মাগুড়া ইউনিয়ন গড়ি শ্লোগানকে সামনে রেখে গতকাল রনচন্ডী ইউনিয়ন পরিষদের আয়োজনে ও কিশোরগগঞ্জ থানার সহযোগীতায় রনচন্ডী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এক মাদক বিরোধী র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রনচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোকলেছুর রহমান বিমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য নীলফামারী-০৩ অধ্যাপক গোলাম মোসÍফা ও প্রধান অতিথি নীলফামারী সদর সহকারী পুলিশ সুপার আলতাব হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলাম, কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ বজলুর রশিদ অফিসার ইনচার্জ তদন্ত মোঃ মফিজুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন রনচন্ডী কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, শ্রম কল্যাণ পাবলিক পাঠাগারের সভাপপতি তৌফিকুল ইসলাম ও ইউপিপ মেম্বারবৃন্দ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রনচন্ডী ইউনিয়নের মসজিদ, মাদ্রাসার ঈমান, শিক্ষক সহ সর্বস্থরের জনসাধারণ। অনুষ্ঠানের শুরুর আগে পুলিশ প্রশাসন সহ একটি মাদক বিরোধী র্যালী রনচন্ডীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রনচন্ডী স্কুল এন্ড কলেজ মাঠে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন, বাংলাদেশ সংবাাদ সংস্থা, নিউজ এজেন্সী- ্এনবিএস ও দৈনিক রংপুর চিত্রের উপজেলা প্রতিনিধি প্রভাষক মোঃ রউফুল আলম, দৈনিক ৫২ আলোর খাদেমুল মোরছালিন ও ইত্তেফাকের শামীম বাবু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কিশোরগঞ্জ উপজেলা সভাপতি প্রাণ কৃষ্ণ রায় প্রান্ত, রণচন্ডি স্কুল ও কলেজের সহকারী শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, শ্রম কল্যাণ পাবলিক পাঠাগারের সভাপতি তৌফিকুল ইসলাম মিশুক ও রণচন্ডি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদশা প্রমূখ। আলোচনা সভা শেষে রণচন্ডি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মাদকের কুফল নিয়ে একটি নাটিকা প্রদর্শন করেন। সম্পন্ন অনুষ্ঠানটি সঞ্চালন করেন অত্র থানার পুলিশ কনস্টোবল মমতাজ উদ্দিন।