Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ৯ এপ্রিল ২০১৭:  31আদালতের স্থিতিবস্থার আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মোশাররফ গং সন্ত্রাসী কায়দায় গরীব-অসহায় আনসার সদস্য আব্দুস জলিলের পরিবারকে জিম্মি করে তাদের বাড়ীভিটা দখলের পায়তারা করছে। ওই পরিবারের ৯ সদস্য এখন চরম নিরাপত্তাহীন অবস্থায় দিনাতিপাত করছে।
জানা গেছে, পার্বতীপুর উপজেলার পৌর এলাকায় নিজ নামীয় কবলামূলে খারিজ খাজনা পরিশোধকৃত ও রেকর্ডকৃত জমিতে দীর্ঘদিন ধরে সহজ-সরল আনসার সদস্য মোঃ জলিল দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছিল। ইতিপূর্বে একই গ্রামের প্রতিবেশী বিবাদী মৃত কালু মন্ডলের পুত্র মোঃ মোশাররফ হোসেন, তার পুত্র নাঈম ইসলাম এবং মৃত মিয়াজান মন্ডলের পুত্র মোঃ মকছেদ আলী ও মোঃ আবু বকর সিদ্দিক অবৈধভাবে উক্ত জায়গার অংশ দাবী করে জোরপূর্বক মোঃ জলিলের যাতায়াতের পথ বন্ধ করে পাকা প্রাচীর ও ঘর নির্মাণ শুরু করলে মোঃ আব্দুল জলিল পার্বতীপুর সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করে। যার নং-১৩৯/১৬। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।
বিজ্ঞ আদালত উক্ত জমির উপর স্থিতিবস্থা রাখার আদেশ প্রদান করলেও বিবাদী মোশাররফ গং তা গ্রাহ্য করেনি। বরং গত ৩০ মার্চ থেকে পূর্বের উক্ত জায়গায় আবারও জোরপূর্বক বেআইনীভাবে পাকা প্রাচীর ও ঘর নির্মাণ কাজ শুরু করে। আব্দুল জলিল ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের মারধোর-ভয়-ভীতি প্রদর্শন করে ঘরে বন্দী অবস্থায় রাখে। জলিলের পুত্র মোঃ মাসুদ নিজে বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় তাদের বিরূদ্ধে মামলা দায়ের করতে গেলে বিবাদীদের প্রভাবে থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে উল্টো বিবাদী মোশাররফ গংদের দেয়া তাদের বিরূদ্ধে মিথ্যা চাঁদাবাজী ও ছিনতাই মামলা রুজু করে এবং থানা কর্তৃপক্ষ মাসুদসহ ৪ জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। বর্তমানে তারা জামিনে মুক্তি পেয়ে সুবিচারের জন্য পুলিশ সুপার বরাবর আবেদন জানায়।
এ সংবাদ লেখা পর্যন্ত আব্দুল জলিল ও তার পরিবারের ৯ সদস্য চরম নিরাপত্তাহীন অবস্থায় নিজ বাড়ীতে বন্দী ও জিম্মি অবস্থায় জীবনযাপন করছে। তারা প্রশাসনের সকল উর্দ্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনাসহ ন্যায় বিচার দাবী জানিয়েছে।