খােলা বাজার২৪।। রবিবার, ৯ এপ্রিল ২০১৭: পূবালী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (পিবিটিআই) পৃষ্ঠপোষকতায় “Foundation Training for Senior Officers & Officers” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচী সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন পূবালী ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল নিরঞ্জন চন্দ্র গোপ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী ব্যাংকের মিশন ও ভিশন বাস্তবায়নের লক্ষ্যে উৎসাহ-উদ্দীপনা নিয়ে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি ব্যাংকের মুনাফা ও সক্ষমতা অর্জনের জন্য চ্যালেঞ্জ গ্রহণের কথা পুনর্ব্যক্ত করেন। ব্যাংকের অর্থ যথাযথভাবে বিনিয়োগ, শ্রেণীকৃত ঋণ কমানো এবং গ্রাহকসেবা উন্নয়নে সর্বাতœক প্রচেষ্টা গ্রহণের জন্য সবাইকে তিনি দিক-নির্দেশনা প্রদান করেন। কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের মোট ৩১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।