Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34ম্যাচ হয়তো জেতাতে পারেননি কিন্তু জিতে নিয়েছেন ভক্তদের মন। তাকে মনে করা হচ্ছে ভারতের আগামী দিনের ধোনি। তিনি দিল্লির তরুণ ক্রিকেটার উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ প্যান্ট।

শনিবার চিন্নাস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে শচীন, কোহলিদের মতোই ব্যক্তিগত ট্র্যাজেডি উপেক্ষা করে খেলতে নামেন ঋষভ প্যান্ট। ৩৬ বলে ৫৭ করে দিল্লি ডেয়ারডেভিলসকে জয়ের কাছাকাছি এনে দিয়েছিলেন তিনি। কিন্তু এই রান নয়, লোকের মুখে মুখে ফিরল এদিন তার সাহসিকতার কথা।
দু’দিন আগেই তার বাবা প্রয়াত হয়েছেন। তা সত্ত্বেও বাইরে বসে থাকতে না চেয়ে মাঠে নেমে পড়লেন প্যান্ট। ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে দিল্লির ক্রিস মরিসের মুখেও শোনা গেল ঋষভ প্যান্টের প্রশংসা।

মরিস বললেন, ‘ঋষভ খেলতে নেমে বুঝিয়ে দিলেন, কত ইস্পাত-কঠিন এক চরিত্র ও। বাবাকে হারিয়ে এভাবে কয়েক ঘণ্টার মধ্যে মাঠে নেমে পড়াটা সত্যিই অভাবনীয়।’

তিনি আরও জানান, ‘শিবিরে ফিরে এসে ও নিজেই বলল, আমার বাবা বেঁচে থাকলে খেলতেই বলতেন। তাই আমাকে খেলতে দাও।’

ঋষভকে নিয়ে দিল্লি শিবিরের সবাই যে খুব উৎসাহী, সে কথাও জানিয়েছেন মরিস।