Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Bobby Hajjaj, NDM chairman met with H.E. Ms Sidsel Bleken, Ambassador of Norway_09-04-2017খােলা বাজার২৪।। রবিবার, ৯ এপ্রিল ২০১৭: ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মিসেস সিডসেল ব্লেকেন এর সঙ্গে বৈঠক করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ।

রবিবার বিকেলে গুলশানস্থ নরওয়ের রাষ্ট্রদূতের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

নরওয়ের রাষ্ট্রদূত মিসেস সিডসেল ব্লেকেন এর সঙ্গে বৈঠকে জনাব ববি হাজ্জাজ আগামী ২৪ এপ্রিল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এনডিএম এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তুলে দেন। বৈঠকে গণতন্ত্রকে সুসংহত করার লক্ষে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু , নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার ব্যাপারে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ ও নরওয়ের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সুসম্পর্ক আরো শক্তিশালী করার উপর জোর দেন জনাব ববি হাজ্জাজ।

নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে এনডিএম প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান এনায়েত কবির ও সাংগঠনিক সম্পাদক সৈয়দা সাদিয়া মেহজাবিন।