Sat. Aug 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ৯ এপ্রিল ২০১৭: 44শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন নদী ও ঝুড়া থেকে অবৈধ ভাবে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল অসাধু বালু ব্যবসায়ী। উক্ত অবৈধ ভাবে বালু উতোলনের বিষয়টি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপর উপজেলা প্রশাসনের দৃষ্টি গোচর হলে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের লক্ষে গতকাল সন্ধায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬টি স্যালো মেশিন ও ২টি ট্রলি জব্দ করা হয়েছে। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এ.জেড.এম শরীফ হোসেন মহারশী নদীর বনগাঁওএলাকায়। জব্দকৃত মেশিনগুলি ঘটনাস্থলেই হেমার দিয়ে পিটিয়ে অকার্যকর ও নষ্ট করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহারশি নদীর বনগাঁও এলাকায় স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। নিয়ম বহিঃর্ভূত ও অবৈধভাবে বালু উত্তোলন করায় নদীর তীরবর্তী এলাকা ভাঙ্গনের কবলে পড়ে। তাই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের জন্য ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় অবৈধভাবে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। তাই ৬টি স্যালো মেশিন ও ২টি ট্রলি জব্দ করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.জেড.এম শরীফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যরকম