খােলা বাজার২৪।। রবিবার, ৯ এপ্রিল ২০১৭: ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি বিন মর্র্তুজাকে টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে বহাল রাখার দাবিতে নড়াইলের লোহাগড়ায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাশরাফির ভক্তদের আয়োজনে রোববার (৯ এপ্রিল) বেলা ১১টায় নড়াইল-যশোর সড়কের লোহাগড়া উপজেলা গেটের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মন্জুরুল করিম মুন, ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের জেলা সভাপতি সৈয়দ খায়রুল আলম, সম্পাদক জাকির হোসেন, আব্দুল হাই প্রমুখ। একই দাবিতে রোববার সকাল ৯টায় লোহাগড়ার কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এড়েন্দা বাজার এলাকায় মানববন্ধন করে। এছাড়া কাশিপুর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগেও এড়েন্দা বাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।