Sat. Aug 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ৯ এপ্রিল ২০১৭: 50খুলনা-বেনাপোল-কোলকাতা মৈত্রী-২আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন ও সোহার্দ গ্রীন লাইন বাসটি রবিবার দেশে ফিরে এসেছে। দুটি উদ্ভোধনী অনুষ্টানে কালের স্বাক্ষী দু-পারের মানুষ।
পরীক্ষামুলক চলাচলের জন্য ভারতে যাওয়া যাত্রীবাহি ট্রেনটি এবং কলিকাতা নবান্নে উদ্ভোধন হওযা সোহার্দ গ্রীন ল্ইান বাসটি রোববার ভারতের কলিকাতা থেকে আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরে এসেছে। বেনাপোল পেট্টাপোল বন্দর ও কাষ্ট,সহ রেল ষ্টেশনের অফিসিয়াল কার্য্যক্রম শেষে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় বাস ও ট্রেনটি। বেনাপোল বাসি উপভোগ করলে আরো ২টি ঐতিহাশিক যাত্রা। কালের স্বাক্ষাী হয়ে থাকল তারা। শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুদেশের প্রধানমন্ত্রী এ ট্রেন ও বাস সার্ভিস এর উদ্ভোধন করেন। কলিকাতা ও বেনাপোলেও আলাদা উদ্ভোধনী আনুষ্টানিকতা সম্পূন্œ হয়। দু পারের কয়েক হাজার নারী পুরুষ ও দর্শনার্থীরা হাতনেড়ে ট্রেন ও বাসটিকে শুভেচ্ছা জানান। আনন্দ উৎসব ছুিড়য়ে পড়ে দু পারের মানুষের মধ্যে। ট্রেনে আসা যাওয়া করতে পেরে খুশি যাত্রীরা। প্রতিদিন ২টি করে ট্রেন ও বাস সার্ভিস চালুর দাবী স্থানীয়দের।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ভোধনের পর শনিবার বেলা ১টা ৫৫ মিনিটে এ ট্রেনটির বাংলাদেশের পতাকা উড়িয়ে বেনাপোল ষ্টেশন থেকে ভারতে চলাচলের শুভ উদ্ধোধন করেন রেল ম›ত্রী মুজিবুল হক। কলকাতার সল্টলেক আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি এ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। কলিকাতা থেকে ছেড়ে আসে ভারতীয় বাসটি। এদিন সকালে ভারত থেকে একটি ট্রেনের ইজ্ঞিন বেনাপোল রেলষ্টেশনে আসার পর খুলনা থেকে আসা মৈত্রী-৪৪ জন যাত্রী নিয়ে বেনাপোল আসে। এখানে ভিডিও কনফারেন্সের পর মৈত্রী-২ এর বগিগুলি নিয়ে ভারত থেকে আসা ইনজিন টি ভারতে কলকাতার উদ্দেশে রওনা হয়। পরীক্ষামুলক এ ট্রেনে ৪৪জন যাত্রীর মধ্যে ছিল ৩৬ জন সরকারী কর্মকর্তা এবং ৮ জন রেল ওয়ের ট্রাবেল স্যুটার। বাসটিতে ২২জন সরকারি কর্মকর্তা সহ ৩৭জন যাত্রী ছিল। একদিন ভারতে অবস্থান করার পর রবিাবার একই ট্রেন ও বাস দেশে ফিরেছে।
বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগের প্রতিষ্টাতা সভাপতি অহিদুজ্ামান বলেন- দু দেশের মধ্যে মাইল ফলক স্থাপিত হলো। ব্যাবসা চাকুরী ভ্রমন,চিকিৎসা সহ কর্মসংস্থানের সৃষ্টি হবে। বাড়বে দু দেশের মধ্যে সোহার্দ সম্পৃতি।

অন্যরকম