Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ৯ এপ্রিল ২০১৭:  57মিসরে কপটিক খ্রিস্টানদের দুটি গির্জায় পৃথক বোমা হামলার ঘটনায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

রোববার এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে একটি ছিল আত্মঘাতী হামলা। খবর: আল আহরাম।

প্রথমে তানতা শহরের সেন্ট গিরগিস কপটিক গির্জায় বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হন। আহত হন আরও ৭০ জন।

অপর বিস্ফোরণের ঘটনা ঘটে আলেকজান্দ্রিয়ার সেন্ট মার্কস কপটিক গির্জায়। সেখানে ১১ জনের প্রাণহানি ঘটে। আহত হন ৬৬ জন।

আলেকজান্দ্রিয়ার হামলা ছিল আত্মঘাতী। হামলাকারীকে থামাতে গিয়ে দুজন পুলিশ কর্মকর্তা ও একজন নারী পুলিশও নিহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী কথিত ইসলামিক স্টেট-আইএস সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার দায় স্বীকার করেছে।