খােলা বাজার২৪।। রবিবার, ৯ এপ্রিল ২০১৭: আইপিএলে আজ দিনের প্রথম ম্যাচে নিজেদের ঘরের মাঠ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গুজরাট লায়ন্সের বিপক্ষে মাঠে নামছে সানরাইজার্স হায়দ্রাবাদ। টস জিতে গুজরাটের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মোস্তাফিজের হায়দরাবাদ। এ ম্যাচে মোস্তাফিজ না খেললেও ১২ এপ্রিল মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে তার।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে গত আসরের চ্যাম্পিয়নরা। অন্যদিকে গুজরাট নিজেদের প্রথম ম্যাচে কেকেআরের বিপক্ষে ১৮৩ রানের বড় সংগ্রহের পরও হেরে যায় ১০ উইকেটের বড় ব্যবধানে।
দু’দল এখন পর্যন্ত পরস্পরের সাথে তিনবার মুখোমুখি হয়েছে। এই তিনবারের প্রত্যেকবারই শেষ হাসি হেসেছে ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ। এই তিন ম্যাচে গুজরাটের বিপক্ষে ৮৪ রানে ৮ উইকেট নিয়ে সেরা বোলার ভুবনেশ্বর কুমার। ব্যাট হাতে ৩ ম্যাচে দুই ফিফটিতে ১৯১ রান করেছেন ওয়ার্নার।
সানরাইজার্স হায়দ্রাবাদ
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, মইসেস হেনরিকস, যুবরাজ সিং, দীপক হুদা, বেন কাটিং, নোমান ওঝা (উইকেটরক্ষক), বিপুল শর্মা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, আশিষ নেহরা।
গুজরাট লায়ন্স
ব্রেন্ডন ম্যাককালাম, জেসন রয়, সুরেশ রায়না (অধিনায়ক), অ্যারোন ফিঞ্চ, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), ডোয়াইন স্মিথ, তেজাস বারোকা, প্রবীণ কুমার, ধাওয়াল কুলকার্নি, শিবিল কৌশিক এবং বাসিল থাম্পি।