Wed. May 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ১০ এপ্রিল ২০১৭: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নেরে সুলতানপুর গ্রামে মুুক্তিযোদ্ধা সফিকুর রহমানের নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে নাম পরিবর্তনের অভিযোগ পাওয়া গেছে।

নামটি পূনর্বহানের দাবী জানিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন ওই মুক্তিযোদ্ধার পুত্র হাফিজুর রহমান।

মুক্তিযোদ্ধা পুত্র ও স্থানীয় এলাকাবাসী জানান, ওই গ্রামের মৃত আমিন উল্যাহ’র পুত্র নোয়াখালী জেলা এফ.এফ বাহিনীর প্রধান মুক্তিযোদ্ধা সফিকুর রহমান এলাকায় শিক্ষা প্রসারের লক্ষে ১৯৭৩ সালে ১.২০ একর সম্পত্তি দান করেন। সেখানে তিনি নিজ উদ্যেগে ও এলকাবাসীর সহযোগীতায় সুলতানপুর সফিকুর রহমান জুনিয়র উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

পরবর্তিতে একটি মহল জাল-জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা সফিকুর রহমানের নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে সুলতানপুর হানিফ ভূঁইয়া স্কুল নাম করণ করেন। এ নিয়ে দীর্ঘদিন এলাকায় বিরোধ চলে আসছে।

কিভাবে মুক্তিযোদ্ধা সফিকুর রহমানের নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন হয়ে সুলতানপুর হানিফ ভূঁইয়া স্কুল হলো তা জানতে চাইলে ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জান্নাতুন ফেরদাউস কোন সদুুত্তোর দিতে পারেনি।

মুক্তিযোদ্ধা সফিকুর রহমানের পুত্র হাফিজুর রহমান জানান, কিসের ভিত্তিতে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধার নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হলো তার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে আমরা সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।