Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ১০ এপ্রিল ২০১৭: রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ হল রুমে মডেল থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ফোরাম সভা অনুষ্টিত হয়েছে। গতকাল রবিবার ২টায় উপজেলা পরিষদ হল রুমে অফিসার ইনর্চাজ নিবারন চন্দ্র বর্মন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) তানজিলা মেহেনাজ।

বর্তমান সরকার দেশ ও জাতির উন্নয়নে কাজ করছেন। এদেশ বিশ্বের কাছে রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের মদদে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক সহ অপ্রিতিকর ঘটনা ঘটছে। যা দেশ ও জাতির উন্নয়নে ধরাবাহিকতা ব্যহত হচ্ছে। চারঘাট উপজেলাসহ বাংলাদেশের জেলা ও উপজেলার স্কুল, কলেজ, মসজিদ, মন্দির এবং র্ধমীয় প্রতিষ্ঠানে জঙ্গিবাদ দমনে সকলকে একসাথে কাজ করতে হবে বলে জানান প্রধান অতিথি সহকারী কমিশনার (ভুমি) তানজিলা মেহেনাজ।

এসময় উপস্থিত ছিলেন সরদহ ইউনিয়নের চেয়ারম্যান হাজানুজ্জামান, চারঘাট ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, নিমপাড়ার মনিরুজ্জামান, পৌর মেয়র প্রতিনিধি মোজাফ্ফার হোসেন, এসআই মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার আবুল কালাম আজাদসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, মেম্বার,মসজিদ ইমাম ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।