Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16খােলা বাজার২৪।। সোমবার, ১০ এপ্রিল ২০১৭: পাহাড়ের বৈসাবি এবং বাংলা নববর্ষ উপলক্ষে অনুদান ও সাহায্য সহায়তা প্রদান করেছে সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়ন। সোমবার দুপুরে রিজিয়ন সদর দফতরের প্রান্তিক হলে বিভিন্ন অসহায়, দুস্থ, মিডিয়াসংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনকে নগদ অর্থসহ এসব সাহায্য সহায়তা বিতরণ করেন, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক।
এ সময় রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান, রিজিয়নের স্টাফ অফিসার মেজর তানভীরসহ অন্য সামরিক কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার গোলাম ফারুক বলেন, সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের আর্থ-সামাজিক উন্নয়নসহ সেখানকার জনগণের কল্যাণে ব্যাপক সেবামূলক কর্মকান্ড পরিচালনা করছে। পার্বত্য এলাকায় সন্ত্রাস দমনের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে জনগণকে সহায়তা করছে সেনাবাহিনী। তিনি রাঙ্গামাটিসহ পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতির উন্নয়নে একে অপরের প্রতি সহনশীল হয়ে একযোগে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সংস্কৃতি ও ক্রীড়া সংগঠন এবং দুস্থ ব্যক্তিকে নগদ আর্থিক অনুদানসহ বিভিন্ন ক্রীড়া, সংস্কৃতি সামগ্রি, ঢেউটিন এবং মিডিয়াসংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে কম্পিউটার ও প্রযুক্তি সামগ্রি বিতরণ করা হয়েছে।