Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34খােলা বাজার২৪।। সোমবার, ১০ এপ্রিল ২০১৭: গ্রীষ্মের কাল বৈশাখী ঝড় শুরু হতেনা হতেই মৌলভীবাজার জেলার রাজনগরে বেড়েছে বিদ্যুৎ এর চরম ভেলকিবাজি খেলা। ঝড়ের পূর্বাভাস লক্ষন পাওয়া মাত্রই উপজেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শুধু তাই নয় ঝড় চলে যাওয়ার পর প্রায় ৭-৮ ঘন্টার মধ্যে বিদ্যুৎ এর দেখা পায় না রাজনগর বাসি।
সোমবার (১০ এপ্রিল) সকালে উপজেলার কয়েকটি এলাকা পরিদর্শন করে জানা যায়, বিদ্যুৎ এর অবস্থা আগে ভালো থাকায় বাজারে অনেক মানুষ বিভিন্ন ইলেকট্রিক জিনিস দিয়ে দোকান দিয়েছেন। যার সর্বক্ষেত্রে বিদ্যুৎ এর প্রয়োজন। কিন্তু এখন সবার মাথায় হাত। বিদ্যুৎ এই আসে এই নেই। অনেকেই এখন মেইন সুইচ বন্ধ করে রেখে দেন। যাতে বিদ্যুৎ এর আসা যাওয়ায় ইলেক্ট্রিক জিনিস গুলোর ক্ষতি না হয়।
এছাড়াও জানা যায় সদর ইউনিয়নের স্কুল গুলোতে বিদ্যুৎ এর অভাবে ঠিক মতো পড়া লেখা হচ্ছে না। ছাত্ররা ঠিক মতো কম্পিউটার ব্যাবহারিক ক্লাশ করতে পারছেনা।
রাজনগরে অনেক বেশি এখন লোডশেডিং হয়। যা সব ক্ষেত্রে মোটেই উপযুক্ত নয়।বিদ্যুৎ এর এই চরম অবনতিতে এলাকাবাসী হতাশ হয়ে পড়েছেন। কবে এই এলাকার লোডশেডিং এর মাত্রা কমবে।
উপজেলার এক এইসএসসি পরীক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের পরীক্ষা চলছে। পড়ালেখা বেশি করে করতে হয়। রাত জেগে পড়ে সম্পুর্ন বই রিভিশন দিতে হয়। সকাল হলেই পরীক্ষা। কিন্তু বিদ্যুৎ এর এই মেহমানদ্বারী আচরনে আমাদের পড়ালেখার ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
রাজনগর ইউনিয়নের বাসিন্দা তাহা ইয়াসির নামে এক কলেজ ছাত্র বলেন,শুধু ঝড়ের জন্য বিচ্ছিন্ন হলে ভালোই ছিলো,এখনকার বিদ্যুৎ তো আমাদের জন্য মেহমান।

বিদ্যুৎ এর এই চলমান সমস্যার বিষয়ে জানতে চাইলে, রাজনগর সাব-জোনাল অফিসের এজিএম মুস্তাফিজুর রহমান বলেন, মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে রাজনগরে লোডশেডিং কম।যা সমস্যা ঘটছে তার জন্য ঝড় ও বজ্রপাত দায়ী। বজ্রপাতে আমাদের বিভিন্ন ইলেক্ট্রনিক জিনিস নষ্ট হয়ে যায়। যা মেরামতের জন্য অনেক সময় প্রয়োজন হয়। তবে আমাদের লাইন মেইনরা সর্বত্র মাঠে কাজ করে সমস্যার সমাধান করছেন।