খােলা বাজার২৪।। সোমবার, ১০ এপ্রিল ২০১৭: গাজীপুরের কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ গাজীপুর কার্যালয়ের উপ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার দুপুরে অভিযান চালিয়ে উপজেলার খঞ্জনা গ্রামের ফারুক মিয়ার পুত্র আরিফুল ইসলামকে স্থানীয় মোল্লার চায়ের দোকানের সামনে থেকে আটক করে। পরে তার নিকট হতে ১০০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সংক্রান্ত বিষয়ে উপ পরিদর্শক সাইফুল ইসলাম বাদী হয়ে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯ (খ) ধারায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন, যার নং ০৮(৪)১৭, তারিখ ৯/৪/১৭ইং।
সোমবার সকালে আটককৃত আরিফুলকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।