খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭: বাংলাদেশ ব্যাংকের আর্থিক শিক্ষা কর্মসূচির আওতায় গত (০৭ এপ্রিল , ২০১৭) কিশোরগঞ্জে ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০১৭’ অনুষ্ঠিত হয়। স্থানীয় সমবায় কমিউনিটি সেন্টারে আয়োজিত এই কনফারেন্সের লিড ব্যাংক ছিল এক্সিম ব্যাংক। কিশোরগঞ্জের সকল তফসিলি ব্যাংকের অংশগ্রহণে আয়োজিত এই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামিল।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ কার্যালয়ের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মোঃ মাহবুবউল হক, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ রেজাউল করিম সরকার ও কনফারেন্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে ব্যাংকিংয়ে উৎসাহিত করতে প্রেষণামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক, ম. মাহফুজুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার রুমী এহসানুল হক।
অনুষ্ঠানে বক্তাবৃন্দ বলেন, সঞ্চয়ীমূখী শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। ব্যাংকিং ব্যবস্থার অধীনে সঞ্চয়ের মাধ্যমে দেশের উন্নয়নে অংশ নেওয়ার জন্য তাঁরা শিক্ষার্থীদেরকে আহ্বান জানান। এছাড়াও কনফারেন্সে স্কুল ব্যাংকিং বিষয়ক একটি নাটক, ও আর্থিক শিক্ষা বিষয়ক স্লাইড প্রদর্শন করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের যুগ্ম পরিচালক গোলাম মহিউদ্দিন।
স্কুল ব্যাংকিং বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য একটি র্যালি শহরের সমবায় কমিউনিটি সেন্টার থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।