খােলা বাজার২৪।। সোমবার, ১০ এপ্রিল ২০১৭: মোঃ রাসেল মিয়া: নরিসংদীর রায়পুরা উপজেলার গরিপুর পূর্বপাড়া গ্রামের মোহন মিয়ার বসতঘরে হামলা ভাংচুর অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা। রাতের আধারে তার প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে তার অভিযোগ।
ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনরা জানান,মোহন মিয়ার সাথে তার প্রতিপক্ষের লোকজনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিলো। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার গ্রাম্য শালিসসহ থানায় মামলাও হয়েছে। এরই জের ধরে গত শনিবার দিবাগত রাত আনুমানিক রাত ২ টায় পূর্ব পরিকল্পিত ভাবে মোহন মিয়ার বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর,অগ্নিসংযোগ করে স্বর্ণালঙ্কারসহ ঘরের মালামাল লুট করে নিয়ে যায়।এ ব্যাপারে গতকাল সোমবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।