খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭: ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এমআই-৬ এর সাবেক প্রধান স্যার জন সাওয়ারস বলেছেন, অনভিজ্ঞতা এবং কার্যকর প্রেসিডেন্টের মনোভাব না থাকার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারেন।
তিনি বিবিসি রেডিও-ফোরকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ হলে তা সিরিয়ার চেয়েও বিশ্বের জন্য ভয়ানক হবে। সিরিয়ার বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে ট্রাম্প প্রশাসন হয়তো নিজেদের সামরিক এবং কূটনৈতিক অভিজ্ঞতার প্রমাণ দিতে চেয়েছেন।
প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে এই আশঙ্কা কেন এমন এক প্রশ্নের জবাবে স্যার জন সাওয়ারস বলেন, তিনি এমন কোনো ব্যক্তি নন যার প্রতি আমি আস্থা রাখতে পারে। খবর ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্টর।