Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8kখােলা বাজার২৪।। মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭: নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.এএনএম শামছুল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন হাসপাতালের ডিপ্লোমা নার্সিং এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ১২টার দিকে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে নেতৃবৃন্দ তত্ত্বাবধায়ককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা.খলিল উল্যা, ডা.কামাল উদ্দিন, ডিপ্লোমা নার্সিং এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মো.আবুল কাশেম, সাধারণ সম্পাদক সেতারা বেগম, জেনারেল হাসপাতালের হিসাব রক্ষক মো.নুরের জামামনসহ ডিপ্লোমা নার্সিং এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তত্ত্বাবধায়ক ডা.এএনএম শামছুল করিম ডিপ্লোমা নার্সিং এসোসিয়েশনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, ডাক্তারদের পাশাপাশি আপনারা হলেন রোগীদের অন্যতম সেবক। তাই সকলের সমন্বয়ে সংগঠনের মাধ্যমে রোগীদের সেবার মান আরো বৃদ্ধি করার আহবান জানান তিনি।

পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন ডিপ্লোমা নার্সিং এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।