খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭: সাভারের সিটি ইউনিভার্সিটিতে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় শিক্ষার্থী সিফাত হোসেন নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়টি আগামী শনিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া বিশ্ববিদ্যালয়টির ৪টি হলের শিক্ষার্থীদের আজ সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছে। অন্যদিকে, হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত বাপ্পিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
এর আগে গতকাল দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়টি ইংরেজি ডিপার্টমেন্ট এর শিক্ষার্থী বাপ্পির নেতৃত্বে কয়েকজন বহিরাগত সন্ত্রাসী বিশ্ব্দ্যালয়টির কয়েকজন শিক্ষার্থীর উপর হামলা চালায়। এসময় ওই সন্ত্রাসীদেরর গুলিতে গুলিবিদ্ধ হয় সিফাত ও বাসুদেব নামের দুই শিক্ষার্থী। পরে তাদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিফাতকে মৃত বলে ঘোষণা করেন।
এছাড়া গতরাইতেই পুলিশ হামলায় ঘটনায় প্রধান অভিযুক্ত বাপ্পিসহ ৩ জনকে আটক করেছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় থানায় কোন মামলা হয়নি।