Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭:  17বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, যে বিমান লোকসান দিয়ে আসছিলো, তিনি দ্বায়িত্ব নেয়ার পর সে বাংলাদশ বিমান লাভের মুখ দেখছে। সম্প্রতি প্রধান মন্ত্রীর ঠাকুরগাঁওয়ে আগমন উপলক্ষে এ জেলাকে প্রাথমিক গুরুত্ব দিয়ে শিবগঞ্জ পুরাতন বিমান বন্দরটি নতুন করে চালু করা হবে।

তিনি আরো বলেন, মানুষ অনেক দুরের পথ কম সময়ে অতিক্রম করতে বিমানকে ব্যবহার করছে। তাই সেদিকে বিবেচনা করে ঠাকুরগাঁও বিমান বন্দরটি চালু করার উদযোগ গ্রহণ করা হচ্ছে।

তিনি আজ দুপুর ১টায় ঠাকুরগাঁওয়ের পরিত্যাক্ত বিমানবন্দরটি পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এসময় অন্যান্যদের মধ্যে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ ইয়াসিন আলী(এমপি),জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী ,জেলা প্রশাসক আব্দুল আওয়াল ও বিভিন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।