খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭: সংস্কার কাজে পর্যাপ্ত অগ্রগতি না থাকায় ১৪২টি কারখানার সঙ্গে ব্যবসায়িক সর্ম্পক ছিন্ন করেছে অ্যালায়েন্স। অ্যাসায়েন্স এর অংশীদার প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে ওই সব প্রতিষ্ঠানের সঙ্গে আর ব্যবসা করছে না।
অ্যালয়েন্স বলছে, যে সমস্ত কারখানা নিরাপত্তাকে অগ্রাধিকার দিবে না, তাদের সঙ্গে কোনো আপোস করবে না যুক্তরাষ্ট্র ভিত্তিক ক্রেতা প্রতিষ্ঠানের এই আন্তর্জাতিক জোট।
মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে আসে অ্যালায়েন্স এর কান্ট্রি ডিরেক্টর জেমফ এফ মরিয়ার্টি। রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। গত তিন মাসের অগ্রগতি প্রতিবেদন তুলে ধরতে মূলত এই সংবাদ সম্মেলন ডাকা হয়।
মরিয়ার্টি বলেন, “তবে গর্বের সঙ্গে আমরা বলছি, ৬৭৬টি কারখানা আমরা নিয়ে কাজ করছি। তার মধ্যে ৭১টি কারখানা পর্যাপ্ত সংস্কার কাজ শেষ করেছে। আমরা আশা করছি, এই সংখ্যা আগামী কয়েক বছরে দ্বিগুণ হবে।”
মরিয়ার্টি জানান, আলায়েন্স ভুক্ত কারাখানাগুলোর ৭৩ শতাংশ সংস্কার কাজ শেষ হয়েছে। যার মধ্যে ৬৪ শতাংশ কাজ হলো উচ্চ অগ্রাধিকার সংস্কার কাজ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা আশা করছি, আমাদের নির্ধারিত মেয়াদের আগেই আমরা সব কাজ শেষ করতে পারব। তবে আমরা বাংলাদেশে পোশাক কারখানা বন্ধ করতে আসিনি। আমরা শ্রমিকদের জীবনমানের উন্নতি করতে চাই।”
তিনি আরও বলেন, “বাংলাদেশি কারখানাগুলো ঝুকিপূর্ণ থেকে শ্রমিকদের কাজের পরিবেশে যাচ্ছে। অ্যালায়েন্স কারখানাগুলোর শ্রমিকদের প্রশিক্ষণ দিচ্ছে। ২৫ হাজার নিরাপত্তা কর্মীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। শ্রমিকরা এখন সরাসরি অ্যালায়েন্স এর সঙ্গে ২৪ ঘণ্টা কাজ করছে।